Header Ads

Header ADS

২০২০ এই শুরু হবে মেট্রোরেলের চলাচল

২০১৬ তে শুরু হয় মেট্রোরেলের মাঠের কাজ লাইন ৬ এর আওতায় উত্তরা থেকে মতিজিল। এর মধ্যে প্রথম অংশ উত্তরা থেকে আগারগাও এর কাজ চলতি ডিসেম্বরে এবং আর দ্বিতীয় ধাপ আগারগাও থেকে মতিজিল পর্যন্ত ২০২০ এর নবেম্বর নাগাদ শেষ হয়ে যাওয়ার কথা জানিইয়েছিল কর্তৃপক্ষ আর সেই বছরেই মেট্রোরেল চলাচলের কথা থাকলেও কর্তৃপক্ষের নতুন লক্ষ্যমাত্রা ২০২১।
এম এ এন সিদ্দিক ব্যবস্থাপনা পরিচালক, মেট্রোরেল প্রকল্প জানান,"আগারগাও অংশে যদি এটা চালু করা হয় তাহলে লাস্ট মেইল কানেক্টিভিটিটা হচ্ছে না তাই যেটা বেস্ট হবে অপারেশনের জন্য যেটা ভাল হবে যেটা আমরা পুর্ন লাইনটাকে যদি আমরা চালু করি সেজন্যে পুর্ন লাইন একসাথে চালু করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।"

পরীক্ষামুলক ভাবে চালুর পর ভুল ত্রুটি শুধরে বাণিজ্যিক কাজে যাওয়ার কারনেই কিছুটা বিলম্ব হয়েছে বলে জানালেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক।

No comments

Powered by Blogger.